পত্নীতলায় তিন দিনব্যাপী কৃষি মেলার বর্ণাঢ্য উদ্বোধন
পত্নীতলায় তিন দিনব্যাপী কৃষি মেলার বর্ণাঢ্য উদ্বোধন
- আপডেট সময় ০১:৫৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / ১৮৭ বার পড়া হয়েছে
নওগাঁর পত্নীতলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীমুজ্জামান মিলন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশীষ কুমার দেবনাথ, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমার, অতিরিক্ত কৃষি অফিসার মোহাইমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পারভেজ মোশারফ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান এবং উপসহকারী কৃষি অফিসার জালাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, তোফাজ্জল হোসেন ও মামুনুর রশিদ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, কৃষাণী, সাংবাদিক, শিক্ষার্থী এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন পর্ব শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়, যা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অতিথিবৃন্দ মেলায় স্থাপিত স্টল পরিদর্শন করেন।
কৃষক ও দর্শনার্থীদের আগ্রহ বাড়াতে মেলায় মোট ১০টি স্টল স্থাপন করা হয়েছে, যেখানে কন্দাল জাতীয় ফসলসহ বিভিন্ন উদ্ভাবনী কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। মেলা চলবে আগামী ২১ জুন পর্যন্ত।
স্থানীয় কৃষকদের সাথে কৃষি বিভাগের সরাসরি সংযোগ স্থাপন ও আধুনিক প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই মেলাটি ইতোমধ্যেই সবার দৃষ্টি কেড়েছে।









