১১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন পলক

মাসুদ রানা
  • আপডেট সময় ০৫:১৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ৩৫ বার পড়া হয়েছে

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কেঁদে ফেললেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে এ ঘটনা ঘটে।

সকালে কারাগার থেকে পলককে আদালতে হাজির করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে তাকে আদালতের এজলাসে তোলা হয়। এ সময় তার মাথায় হেলমেট, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট এবং হাতে হাতকড়া ছিল। পরে তাকে আদালতের কাঠগড়ায় নেওয়া হয়।

কাঠগড়ায় দাঁড়িয়ে পলক আদালতের বারান্দার দিকে তাকিয়ে ছিলেন। বাইরে থাকা স্বজনদের সঙ্গে তিনি ইশারায় নানা ইঙ্গিত করছিলেন। একপর্যায়ে তাদের দিকে তাকিয়েই অঝোরে কাঁদতে থাকেন তিনি। পলকের চোখে পানি দেখে বারান্দায় থাকা স্বজনরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

এরপর ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ চলাকালে যাত্রাবাড়ী থানায় করা দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। শুনানি শেষে আদালত তাকে পুলিশ পাহারায় হাজতখানায় পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, চলতি বছরের ১৫ আগস্ট খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাকালে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন পলক

আপডেট সময় ০৫:১৩:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কেঁদে ফেললেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে এ ঘটনা ঘটে।

সকালে কারাগার থেকে পলককে আদালতে হাজির করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে তাকে আদালতের এজলাসে তোলা হয়। এ সময় তার মাথায় হেলমেট, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট এবং হাতে হাতকড়া ছিল। পরে তাকে আদালতের কাঠগড়ায় নেওয়া হয়।

কাঠগড়ায় দাঁড়িয়ে পলক আদালতের বারান্দার দিকে তাকিয়ে ছিলেন। বাইরে থাকা স্বজনদের সঙ্গে তিনি ইশারায় নানা ইঙ্গিত করছিলেন। একপর্যায়ে তাদের দিকে তাকিয়েই অঝোরে কাঁদতে থাকেন তিনি। পলকের চোখে পানি দেখে বারান্দায় থাকা স্বজনরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

এরপর ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ চলাকালে যাত্রাবাড়ী থানায় করা দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। শুনানি শেষে আদালত তাকে পুলিশ পাহারায় হাজতখানায় পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, চলতি বছরের ১৫ আগস্ট খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাকালে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।