গ্রীন ভয়েস’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

- আপডেট সময় ০৬:৩৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- / ৫ বার পড়া হয়েছে
নওগাঁর ধামইরহাট উপজেলায় পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ গেটের সামনে থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে পুনরায় উপজেলা পরিষদের গেটের সামনে আঞ্চলিক সড়কে দাঁড়িয়ে সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
এসময় র্যালি ও সমাবেশ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী, সাংবাদিক মালেক সরদার, মো. হারুন আল রশীদ, আবু মুছা স্বপন, নাজমুল হক, মুমিনুল ইসলাম, গোলজার হোসেন, রেজুয়ান আলম, সহকারি শিক্ষক এনামুল হক, সত্যেন বাবু, ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, দিজেন বাবু, শাহিন হোসেন, আশাদুর রহমান প্রমুখ। এসময় শব্দ-বায়ু ও বর্জ্য দুষণ অকাল মৃত্যুর অন্যতম কারণ, দূষণ মুক্ত পরিবেশ নিশ্চিত করি প্রতিপাদ্য বিষয়ের উপরে বক্তারা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠিত র্যালি ও সমাবেশে কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।