রাজবাড়ীর সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী কারাগারে
- আপডেট সময় ০৬:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / ২৫৯ বার পড়া হয়েছে
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী কেরামত আলীকে ঢাকা থেকে গ্রেপ্তারের পর রাজবাড়ির আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার (৭ এপ্রিল) রাজবাড়ী সদর আমলি আদালতের বিচারক তামজিদ আহম্মেদ তার জামিন নামঞ্জুর করেন। এর আগে গতকাল রবিবার রাতে ঢাকার মহাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জানা গেছে, গত বছরের ৩০ আগস্ট কাজী কেরামত আলী, তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়।
মামলায় অজ্ঞাতনামা আরো ৩০০ জনকেও আসামি করা হয়। রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বড়পুল মোড়ে অবস্থানকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ওপর দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। সাবেক এমপি কেরামত আলীর নির্দেশে। আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে বোমা ও গুলি চালানো হয়।









