পুলিশ সুপারের বডিগার্ড পরিচয়ে চাঁদা দাবি, গ্রেফতার ১

- আপডেট সময় ০৫:১৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
- / ৩৩ বার পড়া হয়েছে
নওগাঁ জেলা পুলিশ সুপারের বডিগার্ড সেজে চাঁদাবাজি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মান্দা উপজেলার তেঁতুলিয়া এলাকা থেকে গতকাল রাতে মো. সাগর ওরফে রিমন নামের এই অভিযুক্তকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সাগর মান্দা উপজেলার বাংড়া গ্রামের বাসিন্দা।
আজ নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে। তার বিরুদ্ধে ইতিপূর্বে প্রতারণা, মাদক ও চাঁদাবাজির মোট ছয়টি মামলা রয়েছে। পুলিশ সুপার জানান, সাগর সম্প্রতি নওগাঁ জেলা ধান চালের আড়ৎদার সমিতির সচিব শহিদুল ইসলামের কাছ থেকে পুলিশ সুপারের বডিগার্ড সেজে ইফতারির জন্য ৭ হাজার ১৪০ টাকা চাঁদা আদায় করে।
ঘটনাটি উদঘাটনের পর পুলিশের বিশেষ টিম গঠন করা হয়। বিকাশ লেনদেনের তথ্য অনুসরণ করে সাগরকে আটক করা সম্ভব হয়। তাকে নওগাঁ সদর থানায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ এখন তদন্ত করছে যে এই চাঁদাবাজি চক্রে আর কেউ জড়িত কিনা। এ বিষয়ে আদালতে রিমান্ড আবেদন করা হবে বলে জানানো হয়েছে।
জেলা পুলিশ সুপার আরও জানান, সাগর কেবল পুলিশ পরিচয়ই ব্যবহার করেনি, বিভিন্ন সময় সে পরিবেশ অধিদপ্তর ও ভোক্তা অধিকার কর্মকর্তা সেজেও চাঁদা আদায় করেছে। তার এই প্রতারক চক্রের বিস্তারিত তদন্ত চলছে। নওগাঁবাসীকে সতর্ক করে দিয়ে পুলিশ সুপার বলেন, পুলিশ বা অন্য কোনো দাপ্তরিক পরিচয়ে কেউ টাকা দাবি করলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দিতে হবে। এই ধরনের প্রতারণা রোধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে বলেও জানান তিনি।
এদিকে গ্রেপ্তারকৃত সাগরকে আদালতে উপস্থাপন করা হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে আরও নতুন কোনো অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে। এই ঘটনাকে কেন্দ্র করে নওগাঁ পুলিশ সব ধরনের চাঁদাবাজি ও প্রতারণা রোধে বিশেষ নজরদারি চালাচ্ছে বলে জানানো হয়েছে।