০১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
উপদেষ্টা আসিফ মাহফুজের সংগে
Md Reyadh
- আপডেট সময় ০৫:৩৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / ২৬৮ বার পড়া হয়েছে
আজ সকাল ৯টায় উপদেষ্টা আসিফ ঘুম থেকে উঠে ঘোষণা দিলেন, “আজকে আমি কিছু করব না, কারণ বিশ্রামও তো পরামর্শেরই একটা অংশ!” এরপর তিনি পরামর্শ দিতে দিতে নিজের মোবাইল চার্জ শেষ করে ফেলেন—নিজেরটাই না, পাশের জনেরটাও!
দুপুরে হঠাৎ তিনি বললেন, “আজ আমি রোযা রাখিনি, কারণ আমার চিন্তা ফিকিরেই প্রচুর ক্যালোরি খরচ হয়!” এরপর এক হাতে ল্যাপটপ, আরেক হাতে চা নিয়ে ৩টা ‘life-changing’ আইডিয়া দিলেন—যার একটাও কেউ বুঝল না।
বিকেলে এক ফেসবুক লাইভে এসে বলেন, “বন্ধুরা, দুনিয়ায় উপদেশ দেওয়াটাই আসল কাজ।” কিন্তু কেউ যখন জিজ্ঞেস করলো, “ভাই আপনি নিজে কি করেন?” তখন তিনি সিগন্যাল গায়েব করে লাইভ কেটে দিলেন।
সন্ধ্যায় খবর এসেছে, উপদেষ্টা আসিফ নাকি আয়নায় তাকিয়ে নিজেকেই উপদেশ দিয়েছেন—”তুই পারবি ভাই, শুধু ঘুমটা একটু কমাস!”
ট্যাগস :










